Logo
×

Follow Us

বাংলাদেশ

কুমিল্লার ঘটনাটি পরিকল্পিত : ধর্ম প্রতিমন্ত্রী

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১৪:৩৬

কুমিল্লার ঘটনাটি পরিকল্পিত : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ফাইল ছবি

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, যারা দেশের বিরুদ্ধে কাজ করে, তারাই অপশক্তি। কুমিল্লার এ ঘটনাটি ইচ্ছাকৃত ও পরিকল্পিত। 

তিনি বলেন, এ অপশক্তিকে কোনও অবস্থাতেই আর ছোবল দেয়ার সুযোগ দেয়া হবে না। এক্ষেত্রে আমার দলেরও যদি কেউ করে থাকে সেও ওই অপশক্তির আন্ডারে এবং তাকেও ছাড় দেয়া হবে না।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফরিদুল হক বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরণের ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনার সাথে যুক্ত তারা কোনও ধর্মের বা দলের হতে পারে না। 

তিনি বলেন, অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী শারদীয় দুর্গাপূজায় ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি মন্দির ও পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫