Logo
×

Follow Us

বাংলাদেশ

ফেরি দুর্ঘটনা : পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ০৯:৫৮

ফেরি দুর্ঘটনা : পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম

উদ্ধারকারী জাহাজ রুস্তম। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবির ঘটনায় উদ্ধারে ঘাটে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রুস্তম উদ্ধার অভিযানে যুক্ত হওয়ার কথা থাকলেও আজ জাহাজটি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়।

বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী হামজার কমান্ডার সানোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  আজ সকাল ৮টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বর্তমানে অভিযান এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। এই দুই উদ্ধারকারী জাহাজের কাজ সমন্বয় করে এই অভিযান আরও বেগবান করা হবে। 

এর আগে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আজ সকাল ৮টা থেকে ফেরির ভেতরে আটকে থাকা ট্রাক উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

তিনদিনের অভিযানে ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে। ফেরি আমানত শাহের ভেতরে ডুবে থাকা বাকি দুটি যানবাহন উদ্ধারে আজ অভিযান চলছে। এর মধ্যে গত বুধবার (২৭ অক্টোবর) প্রথমদিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। 

এখন বাকি দুটি যানবাহন উদ্ধারে হামজা ও রুস্তমকে কাজে লাগানো হবে। 

এর আগে ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায়  আমানত শাহ। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫