Logo
×

Follow Us

বাংলাদেশ

দোয়া চেয়ে ভাইরাল সাবেক রেলমন্ত্রীর স্ট্যাটাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১৫:০৯

দোয়া চেয়ে ভাইরাল সাবেক রেলমন্ত্রীর স্ট্যাটাস

ছবি: মন্ত্রীর ফেসবুক থেকে

২০১৪ সালে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ৩১ অক্টোবর বিয়ে করেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। ৬৭ বছর বয়সে কুমিল্লার হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন তিনি। এরপর ২০১৬ সালের মে মাসে তিনি কন্যাসন্তানের বাবা হন। তার ঠিক দুই বছর পর ২০১৮ সালের ১৫ মে তাদের ঘর আলো করে আসে যমজ পুত্রসন্তান।

আজ রবিবার (৩১ অক্টোবর) সাবেক এই রেলমন্ত্রীর সপ্তম বিয়েবার্ষিকী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গে বিয়ের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন মুজিবুল হক।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজ আমাদের সপ্তম বিয়েবার্ষিকী। প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তার এই ছোট্ট স্ট্যাটাস ২ ঘণ্টার মধ্যেই ৭ হাজারের বেশি লাইক, প্রায় এক হাজার কমেন্টস এবং ১৬০টি শেয়ার হয়েছে।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫