Logo
×

Follow Us

বাংলাদেশ

নজর কেড়েছে ঘাসফুল

Icon

বাবলুর রহমান বারী, রংপুর

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১৬:০১

নজর কেড়েছে ঘাসফুল

ঘাসফুলের সৌন্দর্য ছড়িয়েছে রংপুরের রাস্তাগুলোতে

ফুলের গন্ধ সবার মন কাড়ে, এমনি একটি ফুল, যার কোনো গন্ধ নেই। দেখতে গোলাপের মতো কাটাবিহীন- এই ঘাসফুলের সৌন্দর্য ছড়িয়েছে রংপুরের রাস্তাগুলোতে।  

নগরের বাসিন্দারা বলছেন, নগরীর পার্ক মোড় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা থেকে লালবাগ, শাপলা, জাহাজ কোম্পানি হয়ে মেডিক্যাল মোড় পর্যন্ত যেতে নজর কাড়বে এই ঘাসফুল। 

নগরীর লালবাগ এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম, জাহিদ হোসেন ও মেকানিং বাবু মিয়া বলেন, রাস্তার মাঝখানে ঝাউ পাতার গাছের সঙ্গে ঘাসফুল খুব সুন্দর দেখাচ্ছে।  

রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোবাশ্বের হোসেন বলেন, সকালবেলা যখন আমরা স্কুলে যাই, সেই সময় রাস্তা কিছুটা ফাঁকা থাকে। তখন ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে।  

রংপুর সিটি করপোরেশেনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সড়কের ডিভাইডার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও নগরীর সৌন্দর্যকে বিকশিত করতে মালিদের কাজে লাগিয়ে চলতি বছরে সড়কের মাঝখানের পরিত্যক্ত জায়গাতে ঘাসফুল লাগানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫