Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজপথে সিএনজি-রিকশাচালকদের দাপট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১৪:৪২

রাজপথে সিএনজি-রিকশাচালকদের দাপট

রাজধানীর নিউমার্কেট এলাকার চিত্র। ছবি: সংগৃহীত

ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে সারাদেশে পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয় এই ধর্মঘট। সকাল থেকে সিএনজি, রিকশা ও মোটরসাইকেল চলতে দেখা যায়। গণপরিবহ না চলার সুযোগে স্বেচ্ছাচারিতায় মেতেছেন এসব পরিবহনের চালকরা। আর অনেকটা বাধ্য হয়েই তাদের এই স্বেচ্ছাচারিতা মেনে নিচ্ছেন সাধারণ মানুষ।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তানে যানবাহনের অপেক্ষায় ছিলেন রিয়াদ হাসান। রিকশাচালকের সঙ্গে বচসা হচ্ছিল তার। জানতে চাইলে তিনি বলেন, এখান থেকে মোহাম্মদপুর যেতে ৪০০ টাকা ভাড়া চাচ্ছেন রিকশাচালক। অথচ ভাড়া ১৫০ টাকার বেশি নয়। জরুরি একটি কাজে মোহাম্মদপুর যেতে হবে, এখন অনেকটা বাধ্য হয়ে ৩০০ টাকা দিয়ে যেতে হচ্ছে।

তার মতো অসংখ্য শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী গণপরিবহন বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন। তবে গণপরিবহন বন্ধের সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছেন সিএনজি, মোটরসাইকেল ও রিকশাচালকরা।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় গণপরিবহন বন্ধ রয়েছে। বাসস্ট্যান্ডগুলোতে সিএনজিচালিত অটোরিকশা, ভাড়াচালিত মোটরসাইকলে এবং রিকশাচালকরা দাঁড়িয়ে আছেন। যানবাহনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভাড়া চাইছেন তারা।

এক সিএনজিচালক বলেন, যাত্রীরা বাস ভাড়ার সঙ্গে সিএনজির ভাড়ার তুলনা করছেন। এটা তো হয় না। তার ওপর আজ ধর্মঘট।

ভাড়ায়চালিত মোটরসাইকেলের এক চালক বলেন, সকাল থেকে ভালো আয় হচ্ছে। আজ ভাড়াও একটু বেশি নেওয়া হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের প্রথম পছন্দ মোটরসাইকেল।

এদিকে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আগামী ৭ নভেম্বর বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সেখানে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এ বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলোর কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। অর্থাৎ ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫