প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চিনাদীর পদ্মবিল

নূরে-আলম রনি, নরসিংদী
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১৫:০৭

চিনাদীর পদ্মবিল
নরসিংদীর শিবপুর উপজেলা থেকে আট কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী চিনাদী বিলকে ঘিরে তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। বিলজুড়ে ফুটে থাকা সারি সারি পদ্ম ফুল দেখতে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। এরই মধ্যে জেলা প্রশাসন এই স্থানটির নামকরণ করেছে ‘স্বপ্ন চিনাদী’।
চিনাদী পদ্মবিলে ঘুরতে আসা আফজাল হোসেন জানান, লোকমুখে বিলটির সৌন্দর্যের কথা শুনে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। বিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। তবে এখানে আসার জন্য যাতায়াতের একমাত্র সড়কটি প্রশস্তকরণ করাসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা জরুরি।
অন্যদিকে মোজাম্মেল হক নামে আরেক পর্যটক জানান, বিলের পাশে ভালো কোনো খাবার হোটেল বা রেস্টুরেন্ট না থাকায় ভ্রমণপিয়াসীরা খাবারের জন্য অনেকটা দূরে যেতে হয়। এ ছাড়া সরকারিভাবে বিলের পাশে গণশৌচাগার করার দাবিও জানান তিনি।
দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম জানান, চিনাদী বিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই বিভিন্ন দূর-দূরান্ত থেকে দর্শনার্থী আসেন। পর্যটক আকর্ষণের পাশাপাশি চিনাদী বিলের তীরে মৎস্য, কৃষিপণ্য আহরণ ও বিপণনের ব্যবস্থা করা গেলে জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি এলাকার চিত্র অনেকাংশে পাল্টাবে।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, চিনাদী বিলটি খননের পাশাপাশি এর সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রস্তাবনা হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই এর কাজ শুরু হবে।