
ছবি: কুড়িগ্রাম থেকে ফয়সাল শামীম
সারাদেশে শীতের দাপট আজ রবিবার থেকে কমে আসলেও চলতি মাসের শেষের দিকে আবারো শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শৈত্যপ্রবাহ না থাকলেও রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিরাজ করছে তীব্র শীতের অনুভূতি। সূর্যের দেখা না পাওয়ায় ও জলীয় বাষ্পভরা আর্দ্র বাতাসে ঘন কুয়াশা শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে।
দেশের উত্তরা-দক্ষিণাঞ্চলসহ সারাদেশে গত বুধবার রাত থেকে শীতের দাপট চলছে। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা, যশোর ও উত্তরের জেলা চুয়াডাঙ্গা ও রাজশাহীতে তীব্র শীতের প্রভাব চলছে। ওই অঞ্চলে গত তিনদিন মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ থাকলেও আজ রবিবার (২২ ডিসেম্বর) পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, আজ সকাল ৯টায় যশোরে তাপমাত্রা ছিল দেশের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিল সর্বনিম্ন ১২ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন জানিয়েছেন, আজ থেকে সূর্যের দেখা মিলতে পারে, তখন দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীতের তীব্রতা কিছুটা কমে যাবে। তবে ঢাকার পূর্বদিক, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও রংপুরে শীতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, চলতি মাসের ২৫ থেকে ২৬ তারিখের দিকে সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারো দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
তিনি আরো বলেন, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ১০.১ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১০.২ ডিগ্রি, বরিশাল, চুয়াডাঙ্গায় ও মাদারীপুরে ১০.৪ ডিগ্রি, ঈশ্বরদীতে ১০.৫ ডিগ্রি, তাড়াশে ১০.৬ ডিগ্রি ও কুমিল্লায় ১০.৮ ডিগ্রি।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, বাংলাদেশে সাধারণত জানুয়ারির শুরুতে কুয়াশা বাড়ে। এবার একটু আগেই কুয়াশাচ্ছন্ন হিমেল আবহাওয়া এসেছে। দিনের তাপমাত্রা যেখানে স্বাভাবিকভাবে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সেখানে সূর্যের দেখা না মেলায় ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা।
তিনি বলেন, ফলে শৈত্যপ্রবাহ না থাকলেও ঠাণ্ডার অনুভূতি বেশি হচ্ছে। দিনে-রাতে তাপমাত্রার পার্থক্য কম থাকায় বেশি শীত লাগছে। দিনের বেলায় তাই স্বাভাবিক নাগরিক জীবনেও প্রভাব পড়ছে।
মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।
গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।