Logo
×

Follow Us

বাংলাদেশ

যমুনা সারকারখানা থেকে ২০ জেলায় সার সরবরাহ বন্ধ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১৯:১৪

যমুনা সারকারখানা থেকে ২০ জেলায় সার সরবরাহ বন্ধ

পরিবহন ধর্মঘট

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা (জেএফসিএল) থেকে ২০ জেলায় ইউরিয়া সার সরবরাহ বন্ধ রেখেছে তারাকান্দি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন।

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশের পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চলতি ধানের মৌসুমে কারখানার কমান্ড এরিয়ার ১৯ জেলায় সার সংকটের ধারণা করছেন সংশ্লিষ্টরা।

জেএফসিএল সূত্র জানায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক ১৭০০ মে. টন উৎপাদনে সক্ষম বিসিআইসির নিয়ন্ত্রণাধীন যমুনা সারকারখানাটি ময়মনসিংহ বিভাগসহ উত্তরাঞ্চলের ২০টি জেলার সারের চাহিদা পূরণ করে আসছে। সম্প্রতি হঠাৎ ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি হলে প্রতিবাদে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু হয়। ফলে যমুনা সারকারখানার সার পরিবহনকারী ট্রাক ও ট্যাংকলরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারাকান্দি ট্রাক শ্রমিক ইউনিয়ন।

এতে জামালপুর. শেরপুর, টাংগাইলসহ দেশের উত্তরঞ্চলের ২০ জেলায় সার সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এসব এলাকাগুলোতে সার সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।

স্থানীয় ট্রাক চালক আব্দুল জলিল, রমযান আলী, রফিক মিয়াসহ আরো অনেকেই বলেন, সরকার হঠাৎ করে ডিজেলের দাম বৃদ্ধি করে। রাস্তায় গাড়ি চালিয়ে যা আয় হবে, তা দিয়ে ডিজেলের দামও হবে না। আমরা খাবো কী! ডিজেলের দাম যেমন বৃদ্ধি করেছে তেমনি ভাড়াও বাড়াতে হবে। তা না হলে ট্রাক দিয়ে সার সরবরাহ বন্ধ থাকবে।

অপরদিকে বেকার হয়ে বসে অনেকেই হতাশায় ভুগছেন। ট্রাক চালক ফকির আলী বলেন, কয়েকদিন ধরে গাড়ি চালাতে পারছি না। পরিবার নিয়ে কষ্টে আছি।

তারাকান্দি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম জানান, বাজারে ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধি। আবার তারমধ্যে সরকার ডিজেলসহ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সারকারখানা থেকে সার সরবরাহের ভাড়া নির্ধারণ করা। ট্রাক দিয়ে এখন সার সরবরাহ করলে চালক ও মালিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তাই চালকরা যমুনা সারকারখানা থেকে সার সরবরাহ বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে যমুনা সার কারখানার বিক্রয় শাখার ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ায়েছুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫