
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে চকবাজারে এসকে টাওয়ারের ছয় তলা ভবনের তৃতীয় তলায় প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এই তথ্য জানিয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সাড়ে চারটার দিকে প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত ঘটনার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি বলে জানান তিনি।