Logo
×

Follow Us

বাংলাদেশ

অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ২৩:১৯

অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

ফাইল ছবি

পোল্যান্ড ও সৌ‌দি আরব থেকে উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা পাবে বাংলাদেশ। এর মধ্যে ৩৩ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে পোল্যান্ড এবং ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে সৌ‌দি আরব।

মঙ্গলবার (৯ নভেম্বর) এক ক্ষুদেবার্তায় এসব তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুখবর। সৌ‌দি আরবে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই থেকে তিন‌ দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।’

তিনি বলেন, পোল্যান্ড ৩৩ লাখ (৩.৩ মি‌লিয়ন) ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। টিকাগু‌লো যেকোনো সময় বাংলাদেশে পৌঁছাবে।

পোল্যান্ডের দেওয়া এসব টিকা ইউ‌রোপীয় ইউ‌নিয়নের (ইইউ) তহ‌বিল থেকে দেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫