ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
আ.লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ২১:২০

ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিক্রি ২৫ ডিসেম্বর থেকে শুরু হবে। মনোনয়ন প্রত্যাশীরা আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ফরম সংগ্রহ করতে পারবেন।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫, ২৬ ও ২৭ তারিখ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে বসবে।
এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
সিইসি জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর ও যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।