Logo
×

Follow Us

বাংলাদেশ

বেগমগঞ্জে জাল ভোট দেয়ার অভিযোগ যুবকের কারাদণ্ড

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১৪:০৬

বেগমগঞ্জে জাল ভোট দেয়ার অভিযোগ যুবকের কারাদণ্ড

মো. জুয়েল

নোয়াখালীর বেগমগঞ্জের জাল ভোট দেয়ার অভিযোগে মো. জুয়েল (২৫) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত জুয়েল উপজেলার হাজিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাক্কু মিয়ার পুরাতন বাড়ির মৃত আফজাল উদ্দিন বাবুর ছেলে।  

স্থানীয়  সূত্রে জানা গেছে, ওই যুবক হাজীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কেন্দ্রে পরে দুপুর ১২টার দিকে জাল ভোট দিতে যায়। এসময় উপস্থিত এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, একই সময়ে জাল ভোট দেয়ার অপরাধে কামরুল হাসান (১৭) নামে কিশোরকে আটক করা হয়। সে উপজেলার হাজিপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মালেক মেম্বার বাড়ির মৃত শাহ আলমের ছেলে। বয়সে শিশু হাওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫