মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ডোডাম এমএস বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১৫:১৭

ডোডাম এমএস বাংলাদেশ হেলথ কেয়ারের আলোচনা সভা
ডোডাম এমএস বাংলাদেশ হেলথ কেয়ারের বিভিন্ন সেন্টার পরিদর্শন করেছেন দক্ষিণ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর সন্দীপ রাওয়াল ও কোম্পানি ডিরেক্টর অকে কিইয়ং অহ।
শনিবার (১৩ নভেম্বর) ডোডাম এমএস বাংলাদেশ হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোডাম এমএস হেলথ কেয়ার দক্ষিণ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর সন্দীপ রাওয়াল, কোম্পানি ডিরেক্টর অকে কিইয়ং অহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইসহাক বেপারী। সেন্টার কনসালটেন্ট রাবেয়া, মিনাসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডোডাম ডিরেক্টর অকে কিইয়ং অহ বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল, শরীরকে সুস্থ রাখতে হলে ব্যায়ামের কোনো বিকল্প নেই, সবার আগে সুস্থতা। সুস্থ না থাকলে আপনারা কোনো কিছুতেই শান্তি পাবেন না।
ডোডামের উৎপাদিত পণ্য সামগ্রী সম্বন্ধে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া সব সময় মানুষের স্বাস্থ্যের বিষয়ে সচেতন, মানুষকে সুস্থ করে তোলার জন্য দক্ষিণ কোরিয়ার যতগুলো প্রতিষ্ঠান কাজ করছে ডোডাম তাদের মধ্যে অন্যতম।
তিনি আরো বলেন, ডোডাম বাস্তববাদী, বাস্তবতার ভিত্তিতেই ডোডাম বিশেষ একধরনের পাথরের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষের সেবা করে আসছে।
তিনি আরো বলেন, বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশে ডোডাম মানুষকে সেবা দিয়ে থাকেন এবং স্বামর্থবান ব্যক্তিদেরকে নিজেদের সুস্থতার পাশাপাশি পরিবারের সদস্যদের সুস্থতার জন্য ডোডাম পণ্যটি ক্রয় করার আহ্বান জানান।
দক্ষিণ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর সন্দীপ রাওয়াল ডোডামের বিভিন্ন উপকারিতা সম্বন্ধে আলোচনা করেন, তিনি বলেন মনের মাঝে সন্দেহ নিয়ে নিয়ে থেরাপি নিলে কোনদিন সুস্থতা সম্ভব নয়, চিন্তামুক্ত মনোযোগই হলো সুস্থতার মূল কারণ, থেরাপির সময় পজিটিভ চিন্তার কোনো বিকল্প নেই।
ডোডাম হেলথ কেয়ার বাংলাদেশের চেয়ারম্যান শুরুতেই সবার সুস্থতা ও সুখময় জীবন যাপনের প্রত্যাশা করে বক্তব্য প্রদান করেন, তিনি বলেন, প্রতিদিন আমরা দূর-দূরান্ত থেকে কষ্ট করে আসি মূলত সুস্থতার জন্য।
তিনি বলেন, মানুষকে সেবাদানে ডোডাম সারাবিশ্বে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। নিজেরা সুস্থ থাকলেই হবে না, সবাইকে নিয়ে সুস্থ থাকাটাই হলো ডোডামের দায়বদ্ধতা।
সঞ্চালক হিসেবে সভাটি পরিচালনা করেন ডোডাম এমএস বাংলাদেশ হেলথ কেয়ার ফার্মগেট শাখার ব্যবস্থাপক শাহজালাল।