Logo
×

Follow Us

বাংলাদেশ

অল্পের জন্য রক্ষা পেলেন ৬৭ বিমান আরোহী

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ২১:১২

অল্পের জন্য রক্ষা পেলেন ৬৭ বিমান আরোহী

সৈয়দপুর বিমানবন্দরে বিমানের চাকার মেরামতের কাজ চলছে

নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের ৬৭ আরোহী।

বুধবার (১৭ নভেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৈয়দপুর বন্দরের রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে বেঁকে যায় বিমানের সামনের চাকাটি।

এই অবস্থায় কোনো দুর্ঘটনা ছাড়ায় বিমানটিকে সফলভাবে অবতরণ করান পাইলট।

ওই বিমানের যাত্রী আজিজুর রহমান দুলু জানান, রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সামনের চাকাটি বেঁকে যায়। তারপরও পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করি।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব রায় জানান, বিমানটি রানওয়েতে আছে। যাত্রীরা সবাই সুস্থ আছেন। তারা যার যার গন্তব্যে চলে গেছেন। চাকার মেরামতের কাজ চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫