Logo
×

Follow Us

বাংলাদেশ

কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

প্রতিনিধি মাদারীপুর

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৫

কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় মাঝ নদীর আটকে পড়ে আটটি ফেরি।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এদিকে তীব্র শীতে ফেরিতে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। কাঠালবাড়ি ঘাট থেকে রাতে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি নদীর মাঝে আটকে পড়েছে।

শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা তিনটি ফেরি নদীর মাঝে নোঙর করতে হয়েছে। 

বিআইডব্লিউটিসি কাঠালবাড়ি ঘাট ব্যবস্থাপক আবদুল আলীম মিয়া জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের হাজরা চ্যানেলটি অত্যন্ত সরু।

তিনি জানান, এরপর আবার ওই চ্যানেলে বেশ কয়েকটি ড্রেজার দিন-রাত পলিমাটি খননের কাজ করছে। তাই রাতদিন প্রায় সব সময়ই ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ। তারপর আবার কুয়ার মধ্যে ঝুঁকি অনেক বেশি। তাই কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করানো হবে। 

বর্তমানে এ রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫