Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝিনাইদহ রাইফেল ক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১৮:১১

 ঝিনাইদহ রাইফেল ক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা

ঝিনাইদহ রাইফেল ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ রাইফেল ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ও জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ও রাইফেল ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।

এসময় বক্তারা বলেন, দেশ তথা বিশ্বে শুট্যারে জেলার নাম উজ্জ্বল করতে রাইফেল ক্লাব কাজ করে চলেছে। আগামীতে ভালো শুট্যার তৈরীতে বর্তমান কমিটি অবদান রাখবে।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫