জামালপুরে বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:০৯
জামালপুরের সরিষাবাড়ি রুটে যাত্রীবাহী লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর ফের বঙ্গবন্ধু সেতু পূর্ব রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকাজ শেষে আজ বৃহম্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ শাহাবুদিন জানান, বুধবার রাত ১১টা ৪৭ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫৩নং (আপ) সাধারণ যাত্রীবাহী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। পথে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যাল অতিক্রম করার পর রাত ১২টার দিকে ট্রেনটির ইঞ্জিনের পেছনের তিন নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি বলেন, এ দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনসহ জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে।
তিনি আরো বলেন, রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। এর পর সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়।