Logo
×

Follow Us

বাংলাদেশ

নাফ নদীতে ধরা পড়ল ২৫ কেজি ওজনের কোরাল

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ২০:২৯

নাফ নদীতে ধরা পড়ল ২৫ কেজি ওজনের কোরাল

কোরাল মাছ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের  একটি কোরাল মাছ।

হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া নাফ নদীর পয়েন্টে শুক্রবার (৩ ডিসেম্বর)  সন্ধ্যায় ইসমাইল নামে ওই যুবকের জালে ধরা পড়ে কোরালটি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, বিকেলে একদল যুবক ফুটবল খেলা শেষে নদীতে মাছ ধরতে জাল ফেলেন। তাদের মধ্যে ইসমাইল ওই কোরালটি পান।

তিনি জানান, ইসমাইলের কাছ থেকে মো. ইউনুছ নামে এক মাছ ব্যবসায়ী কোরাল মাছটি  ৮৫০ টাকা কেজি দরে কিনেছেন।

ব্যবসায়ী ইউনূছ জানান, মাছটি তিনি হ্নীলা বাজারে নিয়ে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান জানান, এক জেলের জালে বিশাল আকৃতির একটি কোরাল পাওয়া গেছে জেনেছি। নাফ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। দীর্ঘদিন ধরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় নদীতে মাছ বড় হয়েছে। এটি তারই সুফল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫