পরকীয়া সন্দেহে স্ত্রী ও শিশু সন্তানকে গলাকেটে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০৮

ফখরুল মিয়া, রেশমী আক্তার ও সালমান সাফায়াত। ছবি : নরসিংদী প্রতিনিধি
স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছে সন্দেহে সন্তানসহ তাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী ফখরুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে নরসিংদী শহরের ঘোড়াদিয়ার সঙ্গীতা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন রেশমী আক্তার (২৬) ও তার দেড় বছরের শিশু সন্তান সালমান সাফায়াত। রেশমী পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে।
স্বজনা জানিয়েছেন, দুই বছর আগে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজের মেয়ে রেসমির সাথে ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার মো. সাইফুল্লার ছেলে ফখরুলের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমীর উপর শারিরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতো। এরই মধ্যে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি।
সবশেষ সোমবার ভোর রাত ৩টার দিকে রেশমী ও তার শিশুকে গলাকেটে হত্যা করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের বাবা পারভেজ মিয়া বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েটাকে মানসিক ও শারিরিকভারে নির্যাতন করতো। আমরা কষ্ট ভেবে আমার মেয়ে আমাদেরকে কিছুই বলত না। ফখরুল মাদকাশক্ত ছিল। কিন্তু আমরা জানতাম না। এসব তথ্য আমাদের কাছে গোপন রেখে বিয়ে দিয়েছিল। এখন আমি আমার মেয়ে ও নাতি হত্যার বিচার চাই।
সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, রেশমীর পরকীয়া সর্ম্পক ছিল এমন বিষয় নিয়ে তার স্বামী তাকে সন্দেহ করতো। এরই জের ধরে ফকরুল তার স্ত্রী ও সন্তানকে গলাকেটে হত্যা করে। ফকরুলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে পরকীয়া সন্দেহে স্ত্রীর প্রতি ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছেন।