Logo
×

Follow Us

বাংলাদেশ

বাসা ভাড়া দিয়েও জি‌ম্মি ছাত্রী, ৯৯৯ নম্বরে কল দেয়ায় উদ্ধার

Icon

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১৯:০১

বাসা ভাড়া দিয়েও জি‌ম্মি ছাত্রী, ৯৯৯ নম্বরে কল দেয়ায় উদ্ধার

অভিযুক্ত বাড়ির মালিক

টাঙ্গাইলে বাসা ভাড়া প‌রিশোধের পরও এক কলেজ ছাত্রীকে জি‌ম্মি করে রেখে‌ছিল কামরুল হাসান নামের এক বাসার মা‌লিক। পরে ওই ছাত্রী জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন ক‌রলে পু‌লিশ গিয়ে তাকে উদ্ধার করে।

সোমবার (১৩ ডিসেম্বর ) বিকেলে টাঙ্গাইল পৌরসভার বেতকার মু‌ন্সিপাড়ার কামরুল হাসান ঠান্ডু দশ মাসের ভাড়া দাবী করে ওই ছাত্রীকে বাসায় জি‌ম্মি করে রাখে। 

ওই কলেজ ছাত্রী সরকা‌রি কুমু‌দিনী কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, টাঙ্গাইল পৌরসভার বেতকা মু‌ন্সিপাড়া  কাউ‌ন্সিলর মোর্শেদের বাসা সংলগ্ন এলাকার কামরুল হাসান ঠান্ডুর বাসায় গত চার মাস আগে মেস ভাড়া নেন কুমু‌দিনী কলেজের ওই শিক্ষার্থী। পরে ওই ছাত্রী চল‌তি মা‌সের ভাড়া প‌রিশোধ করে বাসা ছেড়ে দেয়ার কথা জানায় মা‌লিককে। কিন্তু একমাসের ভাড়া অ‌তি‌রিক্ত দিলেও বাসার মালিক অগ্রীম আরো দশ মাসের ভাড়া অ‌তি‌রিক্ত দাবী করে ওই ছাত্রীকে জি‌ম্মি করে রাখে। ওই ছাত্রী‌ বাসা ছেড়ে দি‌তে চাই‌লে তা‌কে হুম‌কি ও অশ্লীল ভাষায় বকাব‌কি করে। পরে ওই শিক্ষার্থী জরুরী সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন করেন। 

খবর পেয়ে টাঙ্গাইল সদর থানার এএসআই আয়নুল ইসলামের নেতৃত্বে পু‌লিশের এক‌টি টিম ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এরআ‌গে বাসার মা‌লিকের নেতৃত্বে পুুলি‌শের উপ‌স্থি‌তিতে সাংবা‌দিকদের উপর হামলার চেষ্টা করে।

ওই কলেজ ছাত্রী জানায়, চল‌তি মাসের ভাড়া প‌রি‌শোধ করে বাসা ছাড়তে চাইলে বাসার মা‌লিক আরো অ‌তি‌রিক্ত দশমাসের ভাড়া দাবী করে জি‌ম্মি করে রাখে। এছাড়া অশ্লীল ভাষাসহ বি‌ভিন্ন হুম‌কি দিতে থাকে। পরে বিপদের কথা চিন্তা করে জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন করলে পু‌লিশ এসে উদ্ধার করে। 

বাসার মা‌লিক কামরুল হাসান ঠান্ডু বলেন, বাসা ছেড়ে দিলেও দশমাসের ভাড়া বাড়‌তি দিতে হ‌বে। না হলে নতুন ভাড়া‌টিয়া খুজতে দে‌রি হবে। আইন টাইন বু‌ঝি না আমাকে বাড়‌তি টাকা দিয়ে ওই ছাত্রীকে বাসা ছাড়তে হবে। জি‌ম্মি ঘটনার কথা বলতেই সাংবা‌দিকদের দেখে নেয়ার হুম‌কি দেন তি‌নি। এ‌দিকে কামরুল হাসানের ভাই জাহাঙ্গীর হোসেন সাংবা‌দিকদের বিরুদ্ধে চাঁদাবা‌জির মামলা করার হুমকি দেন। 

টাঙ্গাইল সদর থানার এএসআই আয়নুল ইসলা‌ম বলেন, জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ক‌রা হয়। তবে বাসার মা‌লিক উগ্র প্রকৃ‌তির মানুষ। ওই ছাত্রীকে জি‌ম্মি করে বাড়‌তি টাকা আদায়ের চেষ্টা করে বাসার মা‌লিক কামরুল হাসান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫