মহান বিজয় দিবস উদযাপন
যথাযথ মর্যাদা ও প্রাণের উচ্ছ্বাসে মহান বিজয় দিবস উদযাপন করেছে ডোডাম এমএস বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক দিনের শুরুতেই আনন্দ-উৎসবে মেতে উঠে প্রতিষ্ঠানটির সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানের সদর দপ্তরসহ সকল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল সাড়ে ৮টায় প্রতিষ্ঠানটির সদর দপ্তরস্থ ফার্মগেট শাখায় থেরাপির পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডোডাম এমএস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান অনুষ্ঠানের শুরুতেই সবার সুস্থতা কামনা করে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বেঁচে থাকতে হলে সুস্থ থাকার বিকল্প নেই।
সঞ্চালক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ডোডাম এমএস বাংলাদেশের ফার্মগেট শাখার ব্যবস্থাপক শাহজালাল।
অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ, সেন্টার কনসালটেন্ট রাবেয়া ও মিনাসহ ডোডাম এমএস বাংলাদেশের ফার্মগেট শাখার ঊর্ধ্বতন সকল কর্মকর্তা-কর্মচারী।-বিজ্ঞপ্তি