
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর একটি এলাকার আবর্জনার স্তুপ থেকে এক নারীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার একটি আবর্জনার স্তুপ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘মরদেহটি পঁচেগলে গেছে একদম। আগুনে পুড়ে গেছে। ধারণা করছি, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।’
তিনি জানান, শুক্রবার সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ময়লার স্তূপ থেকে ওই নারীর পোড়া লাশ উদ্ধার করে।
ওসি জানান, ঘটনাস্থলে নগরীর বিভিন্ন স্থানের ময়লা ফেলা হয়। কোনো ময়লার গাড়ির মধ্যে লাশটি ছিল। ময়লার পাশাপাশি লাশটিও ফেলে যাওয়া হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।