Logo
×

Follow Us

বাংলাদেশ

শেখ সেলিমের ছোট ভাইকে দুদকে তলব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৬

শেখ সেলিমের ছোট ভাইকে দুদকে তলব

অর্থ আত্মসাত ও ক্যাসিনোকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলুল করিম সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান ওরফে শেখ মারুফকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে তাকে তলব করা হয়। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ঠিকাদার জিকে শামীমের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটি টাকা আত্মসাত এবং ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন মারুফ। একইসঙ্গে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসাবে আগামী ৭ই জানুয়ারি শেখ মারুফকে দুদক প্রধান কার্যালয়ে এসে বক্তব্য দিতে অনুরোধ জানানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫