Logo
×

Follow Us

বাংলাদেশ

ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তার মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ২০:২৩

ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মো. তারিকুজ্জামান মুকুল (৪৫) নামের হাইকোর্টের এক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ের কমলাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত রেললাইনে পড়ে যান মুকুল। ওই সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত তারিকুজ্জামান মুকুল হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মৃত আবুল হোসেনের সন্তান তিনি। কর্মসূত্রে রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন মুকুল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫