Logo
×

Follow Us

বাংলাদেশ

ওসমানী বিমানবন্দরে ১১ কেজি সোনাসহ আটক ৪

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১৪:৫৩

ওসমানী বিমানবন্দরে ১১ কেজি সোনাসহ আটক ৪

উদ্ধার করা সোনা। ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল। এসময় চার যাত্রীকে আটক করা হয়।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৪৮) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চার যাত্রীর লাগেজের ভেতর থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন—হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ, সিলেটের কানাইঘাট উপজেলার মকবুল আলী, মফিজ উদ্দিন ও সুলতান মাহমুদ।

সিলেট বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মো. আল-আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টার দিকে দুবাই থেকে ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। এসময় চার যাত্রীর লাগেজ তল্লাশি করে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্বর্ণগুলো আয়রন মেশিন ও জুতার মেশিনের ভেতর ছিল। যার মূল্য প্রায় সাত কোটি টাকা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫