Logo
×

Follow Us

বাংলাদেশ

কর্মদিবসে রাস্তা বন্ধ করে রাজনৈতিক সমাবেশ চলবে না: ডিএমপি কমিশনার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৪৮

কর্মদিবসে রাস্তা বন্ধ করে রাজনৈতিক সমাবেশ চলবে না: ডিএমপি কমিশনার

ছবি: ডিএমপি নিউজ

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, কর্মদিবসে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ বিবেচনায় নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

তিনি বলেন, আমরা সমাবেশের অনুমতি দেইনি। অফিস খোলার দিনে রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ (অনুমোদন) করবো না।

এমপি মিডিয়া সেন্টারে আজ সোমবার (৩০ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একবছর পূর্তি উপলক্ষে সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু বিএনপিকে সমাবেশের অনুমতি দেইনি। কারণ আজ সব অফিস খোলা। এমন অফিস খোলা দিনে রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ (অনুমোদন) করব না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫