Logo
×

Follow Us

বাংলাদেশ

মাদারীপুরে ১৩ হাজার ৩৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ

Icon

মেহেদী হাসান সোহাগ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১৪:০৫

মাদারীপুরে ১৩ হাজার ৩৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ

সরিষা ফুল

মাদারীপুরের বিস্তীর্ণ মাঠজুড়ে শুধুই হলুদের সমারোহ। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। সরিষা ফুলের হলুদ রঙের বর্ণীল আভায় ছেয়ে গেছে গোটা ফসলের মাঠ। উপজেলার প্রতিটি মাঠে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁধাঁলো রঙের  সমারোহ। সকালের শীতের হিমেল হাওয়ায় নাড়া দিয়ে যাচ্ছে এ হলুদের সৌন্দর্যকে। ফুলের ডগার উপর পড়া ফোটা ফোটা শিশির কণায় একটি একটি ফুলের ডগাকে মনে হচ্ছে মুক্তোর দানা। হালকা রৌদ্র উঠতে না উঠতেই মৌমাছিরা দলে দলে সরিষা ক্ষেতে আসছে মধু সংগ্রহে, তাদের গুন-গুন শব্দে মুখরিত থাকে চারপাশ। 

তবে চলতি বছরে রবিশস্য মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়ায় সরিষা চাষে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। গ্রামীণ জনপদের কৃষকরা এই সরিষা যথা সময়ে ঘরে তুলতে পাড়লে এবং বিক্রয় মূল্য ভালো পেলে কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে মনে করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সরেজমিনে একটি এলাকায় গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে বিশাল বিশাল সরিষা খেত। দূর থেকে দেখলে মনে হবে বিশাল এক হলুদের চাদরে ঢেকে আছে পুরো ফসলের মাঠ। শহর থেকে বের হলেই চোখে পড়ে এ খেতগুলো। তিন থেকে চার হাতের সরিষা গাছগুলো মাথায় হলুদ রঙের ফুল নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শীতের মৃদু হিমেল বাতাস দোলা দিয়ে যাচ্ছে পুরো জমি জুড়ে। সকালের রোদে ঝলমল করছে ফুলগুলো। এই সৌন্দর্য উপভোগ করতে অনেকে আবার আসছে ছবি তুলতে। 

চাষি চাঁনমিয়া জানান, আগে এক সময় এই জমিতেই ধান চাষ করতাম। কিন্তু দিন দিন সারের দাম বেড়ে যাওয়ার আর পরিশ্রম বেশি হওয়ায় ধান চাষ বাদ দিয়া সরিষা লাগাই। সরিষায় পরিশ্রম আর খরচ দুইটাই কম হয়।

আরেক চাষি মোসলেম বেপারি বলেন, সরিষা এইবার ভালোই হইছিলো। মাঝখানে টানা বৃষ্টিতে জমিতে পানি জইম্মা অনেক গাছ মইরা গেছে। এই জন্য এইবার সরিষা কম পামু।


মাদারীপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাদারীপুর জেলার চারটি উপজেলায় ১৩ হাজার ৩৭৫ হেক্টর জমিতে দেশি জাতের মাঘী, ধলী, উন্নত জাতের বারি-১৪, বারি-১৫ জাতের সরিষার আবাদ করা হয়েছে। গত বছর এই আবাদের পরিমাণ ছিলো ১৩ হাজার হেক্টর। আর সরিষা উৎপাদন হয়েছিলো ১৫ হাজার ৬১৮ মেট্রিক টন, যা প্রতি হেক্টর জমিতে ১.২ টন করে সরিষা উৎপাদন হয়েছিলো। সে হিসেবে মাদারীপুরে এবার ৩৭৫  হেক্টর জমিতে আবাদ বেড়েছে। তবে এ বছর আবাদ বাড়লেও ঝড়ের প্রভাবের ফলে আশানুরূপ উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, সরিষা চাষ বেশ লাভজনক একটি রবিশস্য। তবে এবার ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সরিষা চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছে। এর ফলে এবছর মধু উৎপাদনও কম হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কোন প্রকার প্রণোদনা আসলে ক্ষতিগ্রস্ত চাষিদের দেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫