ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৯:২৪

ফাইল ছবি
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আজ বুধবার (৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
জালাল উদ্দিন বলেন, রাত দেড়টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এসময় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফলে ঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে। কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
এদিকে, ফেরি বন্ধ থাকায় ঘাটের দুই প্রান্তে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে ঘাট পারের অপেক্ষায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে।