ব্রাহ্মণবাড়িয়ায় মেছোবাঘের ছানা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১২:৫৯

মেছোবাঘের ছানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি মেছোবাঘের ছানা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের গঙ্গানগর গ্রামের একটি ঝোপ থেকে ছানাটি উদ্ধার করা হয়। ছানাটি বর্তমানে ওই গ্রামের একটি বাড়িতে খাচায় বন্দি করে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রামের পুকুর পাড়ের ঝোঁপে হঠাৎ তিনটি মেছোবাঘের ছানা নজরে পড়ে। এক পর্যায়ে ছোট ছেলে-মেয়েরা ধাওয়া করে একটিকে ধরে ফেলে। হাঁস-মুরগির বাচ্চা খেয়ে ফেলবে বলে তারা ছানাটিকে পিটিয়ে মারতে চেয়েছিল। পরে গ্রামের লোকজন তাদেরকে বুঝিয়ে ছানাটিকে খাঁচায় বন্দি করে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ-উল-আলম জানান, মেছোবাঘের ছানান উদ্ধারের খবর পেয়ে বন বিভাগকে জানানো হয়েছে। তারা এসে ছানাটি নিয়ে বনে অবমুক্ত করার ব্যবস্থা করবেন।