Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা করোনা মহামারির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৯:০২

ঢাকা করোনা মহামারির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে

প্রতীকী ছবি

রাজধানী ঢাকা করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হিসাবে আবির্ভুত হয়েছে। দেশে মহামারির নতুন তরঙ্গ আঘাত হানার পর গতকাল বুধবার (১২ ডিসেম্বর) সংক্রমণের হার ১১.৬৮ শতাংশ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। গত মঙ্গলবার এ হার ছিল ৮.৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক মুখপাত্র বলেছেন, মহামারির দ্বিতীয় তরঙ্গ শেষ হওয়ার পর প্রথমবারের মতো সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। রাজধানীতে ৮০ শতাংশেরও বেশি সংক্রমিত হওয়ার ঘটনা শনাক্ত হওয়ায় ঢাকা করোনা সংক্রমণের সবচেয়ে ঝুঁকির সম্মুখীন হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় আমরা দৃশ্যত নতুন করে আরেকটি আঘাত মোকাবেলা করতে যাচ্ছি।

ওমিক্রন সংক্রমণ রোধ করতে সরকার অনির্দিষ্টকালের জন্য ১১ দফা বিধিনিষেধ ঘোষণা করার একদিন পরে জাহিদ মালেক এ মন্তব্য করেন। 

২০২১ সালের ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে করোনার ওমিক্রন ধরন শনাক্তের পরে সারা বিশ্ব থেকে সংক্রমণের খবর পাওয়া গেছে। ১১ ডিসেম্বর বাংলাদেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দেশে গতকাল দুই হাজার ৯১৬ জনের কোভিড শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র ঢাকা ও জেলার অন্যান্য উপজেলাতেই দুই হাজার ৩৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার সংক্রমণের হার ছিল ৮.৯৭ শতাংশ এবং আগের দিন ছিল ৮.৫৩ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সংক্রমণের হার টানা চার সপ্তাহের জন্য ৫ শতাংশের মধ্যে থাকলে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে বিবেচিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, বাংলাদেশ গত তিন মাসেরও বেশি সময় ধরে বিপদসীমার নিচে ছিল। কিন্তু কর্তৃপক্ষ গত ২৭ নভেম্বর অত্যন্ত সংক্রামক নতুন ওমিক্রন প্রাদুর্ভাবের পর বাংলাদেশের জন্য একটি নতুন সতর্কতা জারি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন সংক্রমণকে উদ্বেগজনক ভেরিয়েন্ট হিসাবে ঘোষণা করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদেরকে প্রাণঘাতী ভাইরাস থেকে সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির নির্দেশাবলী অনুসরণ করতে হবে। সরকার চলতি বছরের এপ্রিলের মধ্যে বুস্টার ডোজসহ ২৮ কোটি ডোজ টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে।

তিনি বলেন, আমরা প্রতি মাসে বিপুল পরিমাণ ভ্যাকসিন পাচ্ছি, যা দেশব্যাপী টিকাদার কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করছে। -বাসস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫