Logo
×

Follow Us

বাংলাদেশ

বাগাতিপাড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ২২:০২

বাগাতিপাড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেনিন

নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) জগ প্রতীকের শরিফুল ইসলাম লেনিন ২ হাজার ২৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বাগাতিপাড়া পৌরসভার রিটার্নিং অফিসার আহমেদ আলী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র প্রার্থী) মাইমুন সুলতান নারিকেল গাছ প্রতীক নিয়ে ২ হাজার ১৮৮ ভোট পেয়েছেন এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহিদা খাতুন পেয়েছেন ১ হাজার ৬৩৭ ভোট।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাগাতিপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। 

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৮৫।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫