Logo
×

Follow Us

বাংলাদেশ

অবৈধভাবে ভারত থেকে প্রবেশের দায়ে ঝিনাইদহে আটক ২১

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৪:২০

অবৈধভাবে ভারত থেকে প্রবেশের দায়ে ঝিনাইদহে আটক ২১

অবৈধভাবে প্রবেশের দায়ে আটককৃতরা

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহে নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোরে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর থানার মাটিলা গ্রামের মাঠ থেকে ২১ জনকে (এর মধ্যে চারজন পুরুষ, ১২জন নারী ও পাঁচজন শিশু) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, তাদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলায় অবস্থিত। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫