
কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ
পঞ্চগড়ের বোদা উপজেলায় চন্দনবাড়ী ইউনিয়নের একটি কবরস্থানের ১২টি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী দলুয়াদিঘী কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় আব্দুস সামাদ ও মকছেদ আলী বলেন, আজ সকালে এক কিশোর কবরস্থানের পাশে গরু চড়াতে গিয়ে ১২টি কবর খোড়া দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে কবরস্থানে ভিড় বাড়তে থাকে।
খবর পেয়ে বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী জানান, কবরস্থান কমিটিকে বাড়তি নজরদারির জন্য পরামর্শ দিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।