Logo
×

Follow Us

বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১০:১৪

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও এর উপসর্গে চারজন মারা গেছে।

গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্ট করে একদিনে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২৯ জানুয়ারী) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনা ও উপসর্গে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার ডা. জাহেদুল ইসলাম (৬১), ঈশ্বরগঞ্জের মিম আক্তার (১৮), জামালপুরের রঘুনাথপুরের হালিম মিয়া (৬০), কিশোরগঞ্জের করিমগঞ্জের আশালতা সরকার (৬৮) ও টাঙ্গাইলের মধুপুরের সামাদ (৫৫)।

ডা. মুন বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৮৬ জনের মধ্যে ৪৮ জন করোনা আক্রান্ত। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৩৭৭টি নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫