Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজশাহীতে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৮

রাজশাহীতে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় শনাক্তের হার কমে শতকরা ২০ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে।

মৃতদের মধ্যে একজন রাজশাহী জেলার বাসিন্দা, অন্যজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। টানা ১৫ দিন পর গতকাল শুক্রবার মৃত্যুশূন্য দিন কাটিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। 

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবরেটরিতে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি। রামেক ল্যাবরেটরিতে মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীর নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭টি, শনাক্ত হয়েছে ১৮ জন। জয়পুরহাটের ৮৬টি নমুনা পরীক্ষা করে ২৩৫ জন এবং নাটোরের ৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জয়পুরহাটে শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ এবং নাটোরে ৪০ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে আজ সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৮ জন রোগী। একদিন আগেও এই সংখ্যা ছিল ৬২ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন।

বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নওগাঁর দুইজন, নাটোরের তিনজন, পাবনার পাঁচজন, কুষ্টিয়ার একজন, ঝিনাইদহের একজন, বগুড়ার একজন ও মানিকগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫