Logo
×

Follow Us

বাংলাদেশ

হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল ইআরটি সদস্যের

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৯

হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল ইআরটি সদস্যের

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি অঞ্চলে লোকালয়ে আসা একটি বন্যহাতিকে তাড়াতে গিয়ে এ্যালিফেন্ট রেসপন্স টিমের (ইআরটি) এক সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের নাম মোহাম্মদ আলী (২৬) সে উপজেলার ফাঁসিয়াখালীর বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন।

তিনি জানান, সোমবার সকালে বিএমচরের পাহাড়ি এলাকার লোকালয়ে চলে আসে একটি বন্যহাতি। হাতিটিকে আবার বনে ফেরাতে কাজ করে ইআরটি সদস্যরা।

এ সময় আগুন দিয়ে হাতিকে ভয় দেখাতে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে আহত হন মোহাম্মদ আলী। পরে তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫