Logo
×

Follow Us

বাংলাদেশ

ফুল বিক্রি করেই চলে সংসার

Icon

মির্জা শহিদুল, সিরাজগঞ্জ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৫

ফুল বিক্রি করেই চলে সংসার

ছবি: সিরাজগঞ্জ প্রতিনিধি

ফুলকে ভালোবাসে না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। প্রকৃতি ও সৌন্দর্যপিপাসু প্রতিটি মানুষ তাদের বাড়ির আঙিনা বা ছাদে ফুল চাষ করে থাকেন। কেউ বা আবার ফুলের গাছ টবে লাগিয়ে বাড়ির ছাদ বা বারান্দায় রাখেন। কেউ কেউ এই ভালোবাসা বিক্রি করেই সংসার চালান। 

তাদের মধ্যে আব্দুর রশিদ আকন্দ (৭০) একজন। এই বৃদ্ধ বয়সের ভাড়ে নুয়ে গেলেও কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে ফেরি করে মানুষের কাছে ভালোবাসার ফুল বিক্রি করেই ৫ সদস্যদের সংসার চালাচ্ছেন। উল্লাপাড়া উপজেলার বড়হর এলাকার বাসিন্দা তিনি। ১২ ডিসিমেল জায়গার উপরে লাল গোলাপ, গন্ধরাজ, ডালিয়া, গাঁদা, হাসনাহেনাসহ প্রায় দশ জাতের ফুলচাষ করেছেন তিনি। ১২ ডিসিমেল জায়গায় ফুল চাষ করে তাঁর খরচ হয়েছে ২৫ হাজার টাকা। সব খরচ বাদে প্রায় ১ লাখ টাকা আয় করা সম্ভব বলে জানান তিনি। 

আব্দুর রশিদ আকন্দ বলেন, কৃষি কাজের পাশাপাশি গত চার বছর ধরে ফুল চাষ করে পরিবারের খরচ চালাচ্ছি। ১২ ডিসিমেল জায়গায় ৮-১০ জাতের বীজ বগুড়া থেকে এনে চাষ করা শুরু করি। আনুষঙ্গিক খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। তবে সব খরচ বাদ দিয়ে প্রতি মৌসুমে প্রায় ১ লাখ টাকা লাভ হয় বলে তিনি জানান। 

তিনি আরও বলেন, প্রতিদিন ভোরে ক্ষেত থেকে ফুল তুলে জামতৈল বাজারে নিয়ে এসে ফেরি করে ৮০০-৯০০ টাকার ফুল বিক্রি করি। খরচ বাদ দিয়ে প্রতিদিন প্রায় ৪৫০ টাকা থাকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫