সেই গেটম্যানকে সম্মাননা দেবে পশ্চিমাঞ্চল রেলওয়ে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪১

লায়েব উদ্দিনের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছে ট্রেনের তিন শতাধিক যাত্রী। ছবি : পুঠিয়া প্রতিনিধি
গত ১২ জানুয়ারি রেললাইনে ভাঙা দেখে লাল কাপড়ের সংকেতে ট্রেন থামিয়ে যাত্রীদের প্রাণ রক্ষায় রেলের গেটম্যান (অস্থায়ী) লায়েব উদ্দিনকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। লায়েব উদ্দিন উপজেলার আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুশাবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি রাজশাহী রুটের আড়ানী-পুঠিয়া সড়কে অস্থায়ী গেটম্যান হিসেবে কর্মরত।
আড়ানী রেল স্টেশনমাস্টার সদরুল আলম জানান, গত ১২ জানুয়ারি সকাল ১০টার দিকে রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেললাইনে প্রায় ৯ ইঞ্চি ভাঙা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আমাকে জানানোর আগেই ভাঙাস্থানে লাল কাপড়ের সংকেত দিয়ে রাখে লায়েব উদ্দীন।
কিন্তু এর আগেই পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫৩ মিনিটে আড়ানী স্টেশন থেকে ছেড়ে যায়। এসময় লাল কাপড়ের সংকেত দেখে ভাঙা স্থান থেকে ৫০০ মিটার দূরে ট্রেনটি থামিয়ে দেন চালক। লায়েব উদ্দিনের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ওই ট্রেনের প্রায় তিন শতাধিক যাত্রী।
তারপর থেকে রাজশাহী রুটের সব ট্রেন চলাচল বন্ধ থাকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর রেললাইনের ভাঙা স্থান মেরামত করা হয়। ভাঙা স্থান মেরামতের দুই ঘণ্টা পর বেলা ১২টা থেকে ট্রেন চলাচল শুরু করা হয়।
রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন জানান, এই ঘটনার আগে একটি মালবাহী ট্রেন আড়ানী বড়াল নদীর ব্রিজের উপর দিয়ে চলাচলের সময় বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে সেখানে গিয়ে দেখেন, বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি ভাঙা। তাৎক্ষণিক তিনি লাল কাপড় উড়িয়ে সংকেত দেন।
এসময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসে। ঘটনাস্থল এলাকায় পৌঁছার আগে ট্রেনটির চালক ভাঙা স্থান থেকে ৫০০ মিটার দূরে ট্রেনটি থামিয়ে দেন। এতে রক্ষা পায় ট্রেনের যাত্রীরা।
গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, লায়েব উদ্দিনের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছে ওই ট্রেনের যাত্রীরা। তার কর্মদক্ষতা মুগ্ধ করেছে। এর কারণে আগামী মঙ্গলবার রেল কর্তৃপক্ষ তাকে সম্মাননা জানাবে।