
রাজধানীর কেরানীগঞ্জে রাসায়নিক সামগ্রীর এক গুদামে আগুন লেগেছে।
আজ (৫ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরে দায়িত্বরত কর্মকর্তা পলাশ মদক জানান, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, আজ দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কমর্কতারাও ঘটনাস্থলে গেছেন।