Logo
×

Follow Us

বাংলাদেশ

বইমেলায় যুক্ত হচ্ছে ‘শিশুপ্রহর’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৬

বইমেলায় যুক্ত হচ্ছে ‘শিশুপ্রহর’

প্রতি বছরই বইমেলার অন্যতম আকর্ষণ শিশুদের জন্য ‘শিশুপ্রহর’। করোনার কারণে গত বছর ছিল না এ আয়োজন। এবারের মেলা ১৫ দিন পিছিয়ে শুরু হলেও শিশুপ্রহরের আয়োজন রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বেলা ১১টা থেকে শুরু হয়ে  শিশুপ্রহর চলবে দুপুর একটা ১টা পর্যন্ত। শুক্র ও শনিবার দুদিন মেলায় শিশুপ্রহরে সিসিমপুর থাকবে। সপ্তাহের বাকি দিনগুলোতে সিসিমপুর থাকবে না। তবে মঞ্চে শিশুরা এসে সময় কাটাতে পারবে।

সরেজমিনে দেখা যায়, শিশুপ্রহরের জন্য মঞ্চ তৈরির কাজ চলছে। এ কার্যক্রমের দায়িত্বে থাকা গাজী উজ্জ্বল। তিনি বলেন, শিশুপ্রহরের জন্য মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ দিকে। কাল (শুক্রবার)  বেলা ১১টা থেকে আয়োজন শুরু হবে। সিসিমপুর থাকবে সকাল থেকেই। শুক্রবার ও শনিবার সিসিমপুর থাকবে। বাকি সময় আমরা থাকবো শিশুপ্রহরে। শিশুরা আসতে পারবে, মজা করতে পারবে।

এদিকে বৃহস্পতিবার অমর একুশে বইমেলার ১০তম দিনে নতুন বই এসেছে ১০৬টি। এবারের মেলায় এখন পর্যন্ত সর্বমোট নতুন বই এসেছে ৯৯৩টি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫