গফরগাঁওয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর আত্মহত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৪

ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি : গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাতলাশী গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে সুফিয়া খাতুন (৩০) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক ।
গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাশী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে জাকির হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন দুই সন্তানের জননী ও ৮ মাসের অন্তঃসত্ত্বা। জাকির হোসেন ও সুফিয়া দম্পত্তির ১০বছর বয়সী এক ছেলে ও ৪ বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।
পারিবারিক বিষয় নিয়ে জাকিরের সঙ্গে সুফিয়ার মনোমালিন্যতা চলছিল। গতকাল বিকাল ৩টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না বাঁধা অবস্থায় সুফিয়ার লাশ উদ্ধার করা হয়।
পাগলা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বলেন, দাম্পত্য কলহের জেরে সুফিয়া খাতুন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।