বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৯

প্রতীকী ছবি
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতির (জেএসএস) সাবেক এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর ইউনিয়নের নোয়াপাড়ায় এ ঘটনা ঘটেছে জানিয়েছেন স্থানীয়রা।
রোয়াংছড়ি থানা ওসি আব্দুল মান্নান জানান, তবে নিহত ব্যক্তি ঠিক কোন দলের কর্মী ছিলেন তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। এছাড়া তাকে কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত মংসিংশৈ মারমা (৪০) রোয়াংছড়ি সদর ইউনিয়নে নোয়াপাড়ার বাসিন্দা মৃত নিসাইমং মারমার ছেলে।
রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা জানান, প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন দুপুর ১২টার দিকে মংসিংশৈ মারমা তার বাচ্চাকে নিয়ে ঘরের সামনে একটা দোকানে কিছু একটা কিনতে যায়। এ সময় চার-পাঁচজনের একদল অস্ত্রধারী দল তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
ইউপি চেয়ারম্যান বলেন, এর আগে তিনি সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কর্মী ছিলেন। তবে কয়েক বছর হল তিনি নিষ্ক্রিয় রয়েছেন।
এদিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রোয়াংছড়ি থানা ওসি আব্দুল মান্নান।