Logo
×

Follow Us

বাংলাদেশ

২ লাখ ৭৫৫০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১৫:৫২

২ লাখ ৭৫৫০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভা। ছবি : পিআইডি

চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য দুই লাখ সাত হাজার ৫৫০ কোটি টাকা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে উন্নয়ন বাজেট ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কমলো।

আজ বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। 

পরে উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়।

চলতি অর্থবছরে সরকার ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছিল। এ অর্থের বিপরীতে ১ হাজার ৭৫৪ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মোট বরাদ্দকৃত অর্থের মধ্যে বৈদেশিক ঋণ ৭০ হাজার ২৫০ কোটি টাকা এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা।

উন্নয়ন বাজেট অনুমোদন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘উন্নয়ন বাজেট চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এটাই চূড়ান্ত উন্নয়ন বাজেট। এর আগে আমরা শঙ্কায় ছিলাম। সবকিছু ছাপিয়ে শঙ্কা কাটিয়ে অনুমোদন দেওয়া হয়েছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫