Logo
×

Follow Us

বাংলাদেশ

পুঠিয়া ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১৬:৪৭

পুঠিয়া ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

রাজশাহীর মানচিত্র

রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ফোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।

মঙ্গলবার (১ মার্চ) দুপুর ২টার দিকে ‘ইউএনও পুঠিয়া রাজশাহী’ নামে ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন ইউএনও নুরুল হাই মোহাম্মদ আনাছ।

স্ট্যাটাসে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া রাজশাহীর ব্যবহৃত সরকারী ০১৭৮৬-৭০৮৪৪৪ মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে। যদি কেউ উপজেলা নির্বাহী অফিসার দাবি করে কল দিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু দাবি করে তাহলে প্রতারক চক্রের ফাঁদে পা না দিয়ে উপজেলা নির্বাহী অফিসে সরাসরি যোগাযোগ করবেন। 

ইউএনও বলেন, মঙ্গলবার দুপুরে একাধিক ব্যক্তির কাছে এমন ফোন এসেছে বলে জানতে পারি। তাদের ফোনে এ সময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। প্রতারক চক্রটি বিভিন্ন সুবিধা দেয়ার কথা বলে টাকা দাবি করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ইউএনও স্যার একটি অভিযোগ দায়ের করেছেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫