চুনারুঘাটে ২৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১৬:৪৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক মাদক কারবারি অবিলাশ গঞ্জ (২৮)। ছবি: সাম্প্রতিক দেশকাল
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে ২৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জাওয়া উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অবিলাশ গঞ্জ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় হবিগঞ্জের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে অভিযানে সেসব মাদক দ্রব্য উদ্ধার করা হয় ও অবিলাশকে আটক করা হয়।
আটককৃত অবিলাশ কাপাই চা বাগান বড়লাইন এলাকার ওমেষ গঞ্জের ছেলে।
এ বিষয়ে পরিদর্শক মো. নজীব আলি বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছেন।