Logo
×

Follow Us

বাংলাদেশ

তেঁতুলিয়ায় মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১৮:১৬

তেঁতুলিয়ায় মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লোকমদ্দিন (৬৮) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৪ মার্চ) দুপুরে উপজেলা সদরের রনচন্ডি বাজার সংলগ্ন মসজিদের পাশের কক্ষ থেকে ওই মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা সদরের ভূল্লি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি রনচন্ডি বাজারের মসজিদে দীর্ঘ দিন ধরে মুয়াজ্জিন ও খাদেম হিসেবে নিযুক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রনচন্ডি বাজারের কেন্দ্রিয় মসজিদের পাশের কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় লোকমদ্দিনকে স্থানীয় লোকজন দেখতে পান। পরে প্রত্যক্ষদর্শীরা রনচন্ডি ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূর ইসলামকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেন। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫