Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজবাড়ীতে গরুসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১৯:০৪

রাজবাড়ীতে গরুসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার

গরুসহ চোর চক্রের এক সদস্য

রাজবাড়ীতে চু‌রি যাওয়া ৩‌টি গরুসহ আকবর মোল্লা (৩৮) নামে এক চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (৭ মার্চ) ভোরে দিকে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকার মিল মার্কেটের সামনে অ‌ভিযান চালিয়ে গরুসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আকবর রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্ব বাগদলী গ্রামের আফজাল মোল্লার ছেলে। 

রাজবাড়ী থানার ও‌সি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অ‌ভিযান চালিয়ে ৩‌টি গরুসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। 

পরে উদ্ধারকৃত আলামত আসামির বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তি‌নি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫