Logo
×

Follow Us

বাংলাদেশ

জামিন পেয়েছেন কিউকমের সিইও

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০০:৫১

জামিন পেয়েছেন কিউকমের সিইও

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে পাঁচ মাস আগে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া জামিন পেয়েছেন। গ্রাহকের টাকা ফেরত দেওয়ার আপসনামা জমা দেওয়ার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন গতকাল সোমবার (৭ মার্চ) এই জামিন মঞ্জুর করেন।

জামিন আদেশে আদালত বলেছেন, মামলার বাদীপক্ষ ও আসামির মধ্যে আপস হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করা হলো।

জামিন আদেশের পর রিপন মিয়ার পক্ষে আদালতে জামিননামা দাখিল করা হয়েছে।

গ্রাহকের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ছাত্র সৌরভ দে রিপন মিয়াকে আসামি করে রাজধানীর পল্টন মডেল থানায় গত বছরের ৩ অক্টোবর মামলা করেন। পরদিন রিপন মিয়াকে গ্রেফতার করে ঢাকার আদালতে তোলা হয়।

আইনজীবী শহীদ উদ্দিন বলেন, মামলার বাদীসহ অন্য ১০ জন গ্রাহকের টাকা ফেরত দেওয়ার বিষয়ে রিপন মিয়ার সঙ্গে আপস হয়েছে। লিখিত আপসনামা আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত সব পক্ষের কথা শুনে রিপনের জামিন মঞ্জুর করেছেন।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের এক প্রতিবেদন থেকে জানা গেছে, কিউকম ডটকমের পক্ষ থেকে ব্যবসায়িক কার্যক্রম চালু ও রিপন মিয়ার জামিন বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন জমা দেয়। ওই আবেদনে কিউকমের পক্ষ থেকে বলা হয়, প্রায় ৩৯৭ কোটি টাকার অধিক টাকা গেটওয়েতে আটক আছে। আর গুদামঘরেও প্রায় শতকোটি টাকার পণ্য মজুত রয়েছে। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় ৫৯ কোটি টাকার অধিক অর্থ ৬ হাজার ৭২১ জন গ্রাহকের কাছে ফেরত দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজারমূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের ধোঁকা দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

পুলিশ জানায়, কিউকম প্রায় লক্ষাধিক পণ্য অনলাইনে বিক্রি করত। ক্রেতা আকৃষ্ট করতে তারা ‘বিজয় আওয়ার’, ‘স্বাধীনতা আওয়ার’ ও ‘বিগ বিলিয়ন’ নামে ২ থেকে ১৫ দিন সময় দিয়ে ১ লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রির প্রতিশ্রুতি দেয়। কিন্তু সময়মতো পণ্য সরবরাহ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন ক্রেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫