Logo
×

Follow Us

বাংলাদেশ

জাপা নেতা হত্যার ঘটনায় স্ত্রী-সন্তান রিমান্ডে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ২২:১৪

জাপা নেতা হত্যার ঘটনায় স্ত্রী-সন্তান রিমান্ডে

হত্যার শিকার গোলাম আজম

পঞ্চগড়ে পাথর ব্যবসায়ী ও জাতীয় পার্টির সদর উপজেলার সাধারণ সম্পাদক গোলাম আজমকে হত্যার ঘটনায় স্ত্রী বন্যা আক্তার ও ছোট ছেলে বাধনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

গতকাল সোমবার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

আজ মঙ্গলবার (৮ মার্চ) তাদের পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ভবেশ চন্দ্র পাল। শুনানি শেষে বিচারক হুমায়ূন কবীর সরকার তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়াল পাড়ায় নিজের ঘরে গোলাম আযমের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ সাময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরিবারের দাবি ছিল এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ ঘটনায় গোলাম আজমের বড় ছেলে লিমন রবিবার (৬ মার্চ) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫