Logo
×

Follow Us

বাংলাদেশ

নড়াইলে ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১৯:২৬

নড়াইলে ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মানববন্ধন চলাকালীন সময়ে তোলা একটি ছবি। ছবি: সাম্প্রতিক দেশকাল

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে মাধ্যমিক স্তরের শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীলিপ সাহা, সদর উপজেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার দত্ত, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মণ্ডল, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের পাঁচ দফা দাবি মেনে নিবেন বলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫